রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সেনা ও র‌্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয়

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৩, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার দিনগত রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল এক বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে।

ভুক্তভোগীরা জানান, অস্ত্র উদ্ধারের কথা বলে সেনাবাহিনী ও র‌্যাবের মতো পোশাক পরা ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ঘরে ঢোকে। এরপর বেশ কয়েকটি আলমারি তল্লাশি ও আসবাবপত্র ভাঙচুর করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।

তিনি জানান, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিন তলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সাথে।

ওসি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিলো, তারা এমনভাবে এসেছিল যে কারো সন্দেহও হয়নি যে, তারা আইনশৃঙ্খলাবাহিনীর কেউ না।

সর্বশেষ - আন্তর্জাতিক