বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটিই আশা করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার দুপুর ১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পূর্বের জোট বজায় রেখে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির চেয়ারম্যান শিগগিরই এ বিষয়টি নিশ্চিত করবেন।

পটুয়াখালী-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে জাতীয় পার্টির তিনশ আসনেই নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আগমনের পর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু মিয়ার জানাজায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক