ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। এর পরের দিন অর্থাৎ শুক্রবার (৯ মে) টুর্নামেন্টটি স্থগিতের খবর এলো। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানান, দেশ যখন যুদ্ধে, এমন অবস্থায় ক্রিকেট খেলা ভালো দেখাচ্ছে না।
২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
বৃহস্পতিবার জম্মুতে বিমান হামলার সতর্কতা এবং বিস্ফোরণের মতো শব্দের খবরের মধ্যে পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, পাঞ্জাবের মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়সহ বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।












The Custom Facebook Feed plugin