পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গঠিত নিপীড়নবিরোধী মঞ্চ।
আর এর ফলে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। পুরো ভবনেই তালা মেরে দিয়েছেন আন্দোলনকারীরা। কোনো কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারছেন না।
জাবির প্রক্টর ও মীর মশারফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদানসহ পাঁচ দফা দাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের এ অবরোধ কর্মসূচি।
এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা।
রোববার রাতে কর্মসূচি ঘোষণা করেন নিপীড়নবিরোধী মঞ্চের সংগঠক অধ্যাপক পারভীন জলী। সোমবার সকালেই প্রশাসনিক ভবনে ঢোকার সব গেট তালাবন্ধ করে দেয়া হয়।
এরপর মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে আন্দোলন।