বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অবশেষে মুখ খুললেন ইকবাল তামিম ইকবাল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

পাঁচ ম্যাচের বেশি খেলবেন না এমন কথা কাউকে, কখনো আমি বলেননি -বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

বুধবার বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তামিম এ কথা বলেন।

গুঞ্জন ছড়িয়েছিলো- তামিম বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না- এমন শর্ত দেয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এ কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি পাঁচ ম্যাচের বেশি খেলব না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলব না।’

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘৪৪ রানের ইনিংসের পর আমি একটু ব্যথা অনুভব করেছি খেলার শেষে। আসলে প্রথম ম্যাচেও আমি একটু ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হলো তখন আমি আমার অবস্থান বললাম ফিজিওকে। ঠিক ওই সময়ে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন।’

একটা জিনিস আপনাদের আমি পরিস্কার করে দিতে আমি কখনো কাউকে আমি বলিনি পাঁচটা ম্যাচের বেশি খেলব না। এই কথাটা কোন সময় হয়নি। কাল নান্নু ভাইও এই কথা নিশ্চিত করেছে। আমি জানি না এটা কীভাবে মিডিয়াকে ফিট করা হয়েছে।’

‘আমি নান্নু ভাইকে বলেছিলাম, দেখেন আমার শরীর এরকমই থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এই জিনিসগুলো মাথায় রেখে দল নির্বচন করবেন।’

এদিকে নানা নাটকীয়তার পর বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডের সবচেয়ে বড় চমক ছিলো তামিমের না থাকা।

বিসিবির ভাষ্য, ইনজুরির কারণেই তামিম ইকবালকে দলে নেয়া হয়নি।

এর আগে সকালে নিজের ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক ।

এশিয়া কাপে পিঠের ইনজুরিতে খেলা হয়নি তামিমের। ধারনা করা হচ্ছিলো নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন। কিন্তু হলো না, শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের সদস্য হতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার।

বুধবার বিকেলে বিমানের একটি চার্টাড ফ্লাইটে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ ক্রিকেটারসহ হেড কোচ-সহকারী কোচ-বোলিং কোচ, টিম ফিজিও, টিম ম্যানেজারসহ আরও ১৩ জন স্টাফ ভারত সফরে গেছেন।

ভারতে বাংলাদেশ দলের প্রথম গন্তব্য আসামের গুয়াহাটি। সেখানে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুটি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

সর্বশেষ - আন্তর্জাতিক