শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান

কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে একথা জানিয়েছে। পূর্ববর্তী যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন আফগান নিহত হওয়ার পর, কাতারের রাজধানীতে পুনরায় অনুষ্ঠিত বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মতির কথা জানায়।

ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ওপর হামলার প্রতিশোধ হিসেবে আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

উত্তেজনা কমাতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শনিবার দোহায় আলোচনার পর, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং এর বাস্তবায়ন যাচাই করার জন্য, আগামী দিনগুলোতে তারা পরবর্তী বৈঠক করতেও সম্মত হয়েছে।

দোহায় আলোচনায় অংশ নেওয়ার পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিশ্চিত করেছেন যে উভয়পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

তিনি বলেন, উভয় পক্ষ ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার বৈঠক করবে।

আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ অবিলম্বে বন্ধ হবে এবং উভয় প্রতিবেশী দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসলামাবাদের প্রতিনিধিদলের মধ্যে গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও ছিলেন।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা প্রধান মোহাম্মদ ইয়াকুব।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!