সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩, ২০২২ ৫:৪৫ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ অক্টোবর) রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আজকে এই উৎসবের দিনে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি আমার শৈশবে আমি পূজা মণ্ডপে নাটকও করেছি, আমি আমার শৈশবে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে আমি পূজার আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব-কৈশোর, আমার যে চেতনা সেই চেতনা মধ্যে আমি লালন করেছি।’

‘ঠিক একইভাবে আমার দল (বিএনপি) একই কথা বিশ্বাস করে যে, আমরা সকল বর্ণ-ধর্মের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করে অবশ্যই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব, জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। আজকের দিনে এই হোক সকলের প্রত্যাশা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে প্রার্থনা করব- সকলে আসুন আমরা এদেশকে সেইভাবে গড়ে তুলি যাতে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, আমাদের তরুণ যুবকদের জন্য বাস উপযোগী সুন্দর একটা বাংলাদেশ দিতে পারি।’

দেবী দুর্গার আবির্ভাব হয়েছিলো অসত্যকে পরাজিত করবার জন্যে, দেবী দুর্গা আবির্ভাব হয়েছিলো অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে। আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে- সেটাই হচ্ছে আজকের দিনে প্রার্থনা’, বলেন তিনি।

সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, প্রার্থনা করছি আমরা একটা সুন্দর, সুস্থ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবো।

সর্বশেষ - আন্তর্জাতিক