রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‌‘আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে’ : প্রধানমন্ত্রী 

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২২, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’৭৫ পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। ’৯২, ২০০১ ও তার আগে বার বার আঘাত এসেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছি।

রোববার (অক্টোবর ২২) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ সালের পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন হয়েছে। আমরা দেখেছি ১৯৯২ সাল ও ২০০১ এর পর, তার আগেও বার বার আঘাত এসেছে। কিন্তু আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি।

শেখ হাসিনা বলেন, আমরা এই মাটির সন্তান সবাই। এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে আমরা বাস করব। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছি। এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ থাকে, অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সব সময় সেই চেষ্টাই করি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ উদার মনের। তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণে আমাদের স্লোগান— ধর্ম যার যার, উৎসব সবার।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে কোন রকম অঘটন ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমার হারাবার কিছু নেই। আমি এসেছি বাংলার মানুষের ভাগ্য গড়তে।

শেখ হাসিনা বলেন, মানুষের কল্যাণেই আমাদের কাজ। মানুষের কল্যাণ করাটাই একমাত্র দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। সঞ্চালনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোমেন মণ্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত