দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
হেদায়েতি বয়ানের পর রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।
আখেরি মোনাজাতের সময় গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের এখানেই সমাপ্তি হয়েছে। এখন সবাই যে যার মত সুশৃঙ্খল ভাবে চলে যাবে।
মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দাওয়াতি কাজে বরকত, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হিংসা বিদ্বেষ ছড়িয়ে না পড়া, দেশের জন্য সু শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়।












The Custom Facebook Feed plugin