দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় দেবে না বিএনপি। সব চক্রান্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার হুশিয়ারি দিযেছেন দলটির নেতারা।
বুধবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠন- যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলেরর লংমার্চ কর্মসূচীর উদ্বোধনী বক্তব্য এসব কথা বলেন নেতারা।
লং মাচর্কে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এই তিন অঙ্গসংগঠনের নেতারা। অস্থায়ী মঞ্চে লং মার্চের উদ্বোধনী বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে বিক্রির জন্য নয়। দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা শক্ত হাতে মোকাবেলা করা হবে।
পরে সকাল ৯ টার দিকে শুরু হয় লংমার্চ। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হয়ে হানিফ ফ্লাইওভারে উঠেবে। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো দিয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ।
এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। লং মার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ।