বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগারগাঁও-মতিঝিল মেট্রো চলাচল সাময়িক বন্ধ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এর কারণ হিসেবে কিছু জানানো হয়নি।

বুধবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে মেট্রো বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে উল্লেখ করে ওই পোস্টে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়াকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িকভাবে বন্ধ হয়েছে মেট্রোরেল।

তবে কোন ধরনের ত্রুটির জন্য বন্ধ রয়েছে তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি।

এর আগে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তার কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়।

১৯ জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে। ক্ষতিগ্রস্ত ওই দুটি স্টেশন বন্ধ ২৫ আগস্ট থেকে পুনরায় চলাচল শুরু হয় জনপ্রিয় এ গণপরিবহনের।

এদিকে আগামী শুক্রবার থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আবার চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।  আর ওইদিন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক