ভোটের প্রচারে এবার রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও চারটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দলীয় সভাপতির এ সফরে খুশি আওয়ামী লীগের প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীরা।
বরাবরের মতই এবারও সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরুর পর মঙ্গলবার রংপুরে যাচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেকসই অর্থনীতির প্রযুক্তিনির্ভর, মেধাভিত্তিক আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রত্যন্ত এলাকায় ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই লক্ষ্যে ভোট চাইতে রংপুরে আসার খবরে উচ্ছ্বসিত এখানকার মানুষ।
সকালে তারাগঞ্জে পথসভা ও দুপুরে পীরগঞ্জে জনসভায় বক্তৃতা করবেন শেখ হাসিনা। এজন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, এখানে ব্যাপক বড় একটি জনসভার আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন।
রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। একারণে তরুণ প্রজন্মসহ বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি অনেক আস্থা।
রংপুর-৫ আসনে রাশেক রহমান এবং রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।তারাও থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়।
সবশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুরে গিয়েছিলেন শেখ হাসিনা। একাদশ জাতীয় নির্বাচনের আগে সেই সফরে পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ছয় জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ওইদিন কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোণা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায় বক্তব্য দেন।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার পাঁচ জেলায় ভার্চুয়ালি জনসভায় বক্তব্য দেন।
আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায়, ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ আসনে জনসভায় বক্তব্য রাখবেন।