সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রাজারবাগ কালীমন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজনে প্রস্তুতি চলছে। রমনা কালীমন্দির প্রাঙ্গণেও চলছে একই আয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ভোর সাড়ে ৫টায় মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া।












The Custom Facebook Feed plugin