বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আধা ঘণ্টা আগেই পরীক্ষা শেষ, পরে শিক্ষার্থীদের ডেকে এনে পরীক্ষা গ্রহণ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষ করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর কেন্দ্র ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের ডেকে এনে আবার একই প্রশ্নপত্রে বাকি আধা ঘণ্টা সময়ের পরীক্ষা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল বাংলা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে।

অভিভাবক, পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা যায়, ভোকেশনাল শাখার বাংলা-২ (সৃজনশীল) পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৩০ মিনিট আগেই, অর্থাৎ দুপুর সাড়ে ১২টায় উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। পরে বিষয়টি অভিভাবকদের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানান। খবর পেয়ে ইউএনও এসে বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বাকি ৩০ মিনিটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। বেলা ২টার পর এই পরীক্ষা হয়।

কারিগরি শাখার ১৭৫ শিক্ষার্থীর ক্ষেত্রে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব কাজী আছমা বেগম। এ জন্য রুটিনের অস্পষ্টতাকে দায়ী করে তিনি বলেন, রুটিনে পরীক্ষার সময় ও মানবণ্টনে বিশেষ নির্দেশাবলিতে লেখা রয়েছে, ২ ঘণ্টার পরীক্ষা ১.৩০ ঘণ্টা এবং ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা সময়ে অনুষ্ঠিত হবে। আবার লেখা রয়েছে, প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রশ্নপত্রে যে সময় নির্ধারণ করা আছে, যদি সেটাই হয়, তাহলে কেন ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা আর ২ ঘণ্টার পরীক্ষা ১.৩০ ঘণ্টা লিখতে হয়। মূলত রুটিনের এ অস্পষ্টতার কারণেই কক্ষ পরিদর্শকেরা ভুলটি করেন।

পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র জমা নেওয়ার কিছুক্ষণ পরেই পরীক্ষার্থীদের হইহুল্লোড়ে বিষয়টি নজরে আসে বলে জানান কেন্দ্রসচিব। তিনি বলেন, পরে ইউএনও ও কারিগরি শিক্ষা বোর্ডে কথা বলে পরীক্ষার্থীদের ডেকে এনে একই উত্তরপত্রে আবার তাদের ৩০ মিনিট করে পরীক্ষার সুযোগ দেওয়া হয়।

পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে থাকায় তেমন কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম বিকেল চারটায়  বলেন, ‘আমার জানামতে, ইতিমধ্যে ৩০ মিনিট করে বঞ্চিত পরীক্ষার্থীদের পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে। তবে ইউএনওর প্রতিবেদন অনুয়ায়ী বিষয়টি যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সর্বশেষ - আন্তর্জাতিক