বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি: ‘জড়িতরা গ্রেফতার হচ্ছে, তদন্ত করে আরও ধরা হবে’

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

জুলাই-আগস্টের আন্দোলনে যেসব আইনশৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে, গুলি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাউকেই ছাড় দেয়া হয়নি। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে। তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। বাহিনীটিতে তরুণদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দফতরে গার্ড অব অনার দেয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক