বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্দোলনে ব্যর্থ বিএনপি ইউনূসকে নিয়ে এক এগারোর দুঃস্বপ্ন দেখছে: কাদের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এক এগারোর মতো সরকার গঠনের দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে এক এগারোর দুঃস্বপ্ন দেখছে। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি। কিন্তু বাংলার মাটিতে এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘নিজেদের আন্দোলনে ভাটা পড়ায় এখন মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে বিএনপি। ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের সেই দুঃস্বপ্ন দেখছে বিএনপি।’

এ সময় ইউনূসের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর (ইউনূস) শোক প্রকাশ করেনি। ইউনূস শহীদ মিনারে, স্মৃতিসৌধে যায়নি।’

মুহাম্মদ ইউনূস দেশের সংকটে মানুষের পাশে ছিলেন কিনা সে প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশে রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু ইউনূস কথা বলেনা। তাই বলছি, যে মানুষ বাংলাদেশের সুখে দুখে নেই তার জন্য বিএনপির এতো মায়া কান্না কেন?’

সম্প্রতি ইউনূসের পক্ষে দেয়া বিবৃতি নিয়ে তিনি বলেন, ‘আজ যারা বিবৃতি দিয়েছেন, সেই স্পেস কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। এই টাকা কোথা থেকে এলো? এটাও জানতে চাই।’

নোবেল পেলেই যে অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন এটা কোনো দেশে নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন তিনি কীভাবে শ্রেষ্ঠ মানুষ হন।

এদিকে বিএনপি নেতাদের সিঙ্গাপুরে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির নেতা সিঙ্গাপুরে গিয়ে বিবৃতি দেন। আন্দোলনের ডাক দিয়ে বিবৃতি পাঠাচ্ছেন।

বিএনপির মতো দল রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার আলামত নষ্ট করেছে, জজ মিয়া নাটক সাজিয়েছে- আর তাদের সঙ্গে রাজনীতি করতে হয়। আমরা এমন মানুষদের সঙ্গে রাজনীতি করছি, সহ অবস্থান করছি, যারা ১৫ আগস্টের হত্যাকারী।

তিনি বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই শক্তির সাথে আজ গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়।

যারা গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তারা কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে সে প্রশ্নও তোলে ওবায়দুল কাদের।

সর্বশেষ - আন্তর্জাতিক