শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্দোলন বৃথা যাবে না, আসছে নতুন কর্মসূচি: রিজভী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

সরকারের বিরুদ্ধে করা আন্দোলন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জোটের দলগুলোর সঙ্গে কথা বলেন নতুন কর্মসূচি দেয়া হবে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাত জানুয়ারি একনায়কতন্ত্রের নতুন মডেল তৈরি করা হয়েছে। এখন বিশ্বজুড়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি উঠেছে।

‘দেশ থেকে মানবাধিকার, গণতন্ত্র লুট করেছে আওয়ামী লীগ। বিশ্বজুড়ে নতুন নির্বাচনের আহ্বানকে স্বাগত জানায় গণতন্ত্রকামী জনগণ ও দল,’ বলেন রিজভী।

সদস্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল ভোটে অংশ নিলেও বিএনপি ও সমমনা দলগুলো বয়কট করেছে।

ভোটের আগে নির্বাচন প্রতিহত ও সরকার পতনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালায় বিএনপি। সবশেষ তারা অসহযোগ আন্দোলন দেয়। তবে সেসব আন্দোলনে কিছু সহিংসতা ছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখাতে পারেনি বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। এবার জনগণের আন্দোলন বৃথা যাবে না। জোটের সাথে কথা বলে নতুন কর্মসূচি দেয়া হবে।

বিএনপির এই নেতা দাবি করেন, কারাবন্দি বিএনপি নেতারা চিকিৎসা পাচ্ছে না। অনেকের সংবাদও পাওয়া যাচ্ছে না। কারাগারে মৃত্যুর পর নেয়া হয় হাসপাতালে। রাজবন্দীদের মৃত্যু অতীতের রেকর্ড ভেঙেছে।

গত ২৮ অক্টোবরে বিএনপি সমাবেশ ঘিরে ঢাকায় ব্যাপক সহিংসতা ও প্রকাশ্যে পুলিশ পিটিয়ে হত্যার পর বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এছাড়া হরতাল-অবরোধের মধ্যে বাস-ট্রেনে আগুনসহ বিভিন্ন নাশকতার মামলায় মামলা গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতা।

রিজভী বলেন, ‘ডামি নির্বাচন করার জন্য বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক