সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেটে জিতেছিল টাইগাররা। সেই একই মাঠে রবিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১১৯। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল ও ৬ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দেয় আফগানিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে ১৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে সফরকারী আফগানিস্তান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হয় ১১৯ রান। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট তুলে নেন তাসকিন।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সূচনা ভালোই ছিল। হাত খুলে খেলতে থাকেন দুই ওপেনার। দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের হারায় বাংলাদেশ। লিটনের পর দলীয় ৬৮ রানে চলে যান আফিফ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬.১ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, ইব্রাহিম ২২, নবি ১৬, ওমরজাই ২৫, জানাত ২০, রশিদ ৬*, মুজিব ১*; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)

বাংলাদেশ: (লক্ষ‍্য ১৭ ওভারে ১১৯) ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, হৃদয় ১৯, সাকিব ১৮*, শামীম ৭*; ফারুকি ৩-০-১৯-০, মোমান্দ ২.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)

 

সিরিজ: বাংলাদেশ ২-০তে জয়ী

 

 

 

একাত্তর/আরবিএস

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত