আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১৫ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার রাত স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
রাজধানী কাবুলে (২০০ কিলোমিটার দূরে) কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (৪০০ কিলোমিটার দূরে) ভূমিকম্প অনুভূত হয়।
তালেবান সরকারের কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ পরিচালনায় তারা সীমিত সরঞ্জাম নিয়ে কাজ করছেন। ভূমিধস ও বন্যায় অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ জরুরি সহায়তা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।












The Custom Facebook Feed plugin