সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সাত জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার আলাদা চার মামলায়।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে যাত্রাবাড়ী থানার এক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া কাফরুল থানার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামাল ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া জামাল গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
alt=”ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়ে যে পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল” />ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়ে যে পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার দুই মামলায়।












The Custom Facebook Feed plugin