আবারও রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে।
যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তোলা হলে রিমান্ডের আদেশ দেন।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে ৭ দিন ও ৫ দিন, জুনায়েদ আহমেদ পলককে ৭ দিন ও ৫ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট।
এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হকসহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে।