শনিবার (১৭ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ পাঁচজন অনুপ্রবেশ করেছেন। বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে চলে আসেন তারা। এদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছেন।
টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাফ নদী পাড়ি দিয়ে বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছায়। পরে আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।
নৌকায় একজন লোককে শুয়ে রাখা হয়েছে। শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে।
এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি।












The Custom Facebook Feed plugin