আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগমান হবে।
(১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে বলে মনে করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের লেবাসে রাজনীতির কাঠামো শেষ করে একদলীয় শাসন তৈরি করেছে এই সরকার। এ অবস্থার পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, জনগণ আর এই সরকারকে দেখতে চায় না। হঠকারিতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।