বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আরেক মামলায় ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আরেক মামলায় জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করার অনুমতি দিয়েছে পাকিস্তানের লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

বুধবার স্থানীয় পুলিশকে এ আদেশ দেন আদালত। জিন্নাহ হাউসে হামলার অভিযোগে এ আদেশ দেন সন্ত্রাসবিরোধী আদালত। খবর জিও নিউজের।

এদিকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় অ্যাটক জেলে তিন বছরের সাজা ভোগ করছেন ইমরান খান।

এর আগে চলতি বছরের ৩০ মে জিন্নাহ হাউস নামে পরিচিত লাহোর কর্পস কমান্ডার হাউসে হামলার ঘটনায় পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে তলব করা হয়। যৌথ তদন্ত কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল ইমরানের বিরুদ্ধে সমনও জারি করেছিলেন।

এদিকে ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের পর পুরো পাকিস্তানজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এতে কমপক্ষে ইমরান খানের অনুসারী আটজন নিহত হন এবং অনেক আহত হয়েছিলেন। এ ঘটনায় পিটিআইয়ের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়।

এদিন বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা রাওয়ালপিন্ডিতে জিন্নাহ হাউস এবং জেনারেল হেডকোয়ার্টারসহ (জিএইচকিউ) বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯ মে ‘কালো দিবস’ বলে অভিহিত করে। পরে সেনা আইনের অধীনে বিক্ষোভকারীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সেই তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কারারুদ্ধ অবস্থায় ‘জিন্নাহ হাউস’-এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহ জুগিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক