আলোচনা ও ঐক্যের মধ্যদিয়ে বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপসহ সকল সমস্যার সমাধানের পথে যাবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে।
তিনি আরও বলেন, সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ দেশের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দিবে। এসময় দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এর আগে গেলো ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন।












The Custom Facebook Feed plugin