রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আহত হয় পুলিশ, হরতাল ডাকে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৯, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নৃশংসতায় গতকাল শতাধিক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বিএনপি। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা যারা ঢুকেছেন, যারা সেখানে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা গাড়ি পুড়িয়েছে, তাদের নামে মামলা হবে। পুলিশকে পিটিয়ে যারা হত্যা করেছে, যারা পুলিশ হাসপাতালে ঢুকে হামলা করেছে, তাদের নামে মামলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বৃষ্টি মতো ইট ছুড়েছে তারা। বিএনপি-জামায়াতের এ তাণ্ডব থেকে সাংবাদিকরাও রেহায় পায়নি।

সাংবাদিকরা যারা আহত হয়েছে, তাদেরও মামলা করা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - আন্তর্জাতিক