শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে আরেকটি ধারায় প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রায় ঘোষণার পরই পাঁচ হাজার বন্ডে সবার জামিন মঞ্জুর করেছেন আদালত।
এদিন সকালেই রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার অস্থায়ী আদালত প্রাঙ্গণে হাজির হন ড. ইউনূস।
আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য গত ২৪ ডিসেম্বর দিন তারিখ ধার্য করে শ্রম আদালত।