যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে ২৮ বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার (২৬ জুন) সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে। এই দলে নারী-শিশুসহ মোট ২৮ জন রয়েছেন।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সরকার সীমান্ত থেকে তাদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কি না, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে, কাজেই আমি অন্তত এক-দু’জনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিলো, তারাই এখন আসতে চাইছে না।












The Custom Facebook Feed plugin