শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইসরাইলের ‘মৃত’ ঘোষণা করা হামাস কমান্ডারের দেখা মিলল গাজায়

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার হুসেইন ফায়াদকে হত্যার ঘোষণা দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে সম্প্রতি এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসেইন ফায়াদকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাকে উত্তর গাজায় একটি জানাজায় অংশ নিতে দেখা গেছে। সেখানে তিনি গাজাযুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয়’ নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন।

ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল, তারা ফায়াদকে জাবালিয়ার একটি সুড়ঙ্গে হত্যা করেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)- এর চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি বলেন, আইডিএফ) প্রায় ১৫ মাসের গাজা উপত্যকায় সামরিক অভিযানে হামাসের প্রায় ২০ হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে।

হালেভি জানান, হামাসের সামরিক শাখা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠনের বেশিরভাগ নেতৃত্ব, যার মধ্যে প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, নিহত হয়েছে। আইডিএফ প্রায় ২০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!