শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইসরায়েল বেশিদিন টিকবে না: খুতবায় আয়াতুল্লাহ আলী খামেনি

তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে খামেনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে “জনসেবা” হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে, ইসরায়েল ‘দীর্ঘদিন টিকবে না’বলেও উল্লেখ করেন এই নেতা। শুক্রবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন যে হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না ইসরায়েল। এমন বক্তব্য দেয়ার সাথে সাথে বিশাল মসজিদের মাঠ থেকে জনসমুদ্র থেকে প্রতিধ্বনিত হতে থাকে ‘আমরা আপনার সাথে আছি।’

পাঁচ বছরের মধ্যে প্রথম শুক্রবারের খুতবা দিতে আসেন ইরানের এই সর্বোচ্চ নেতা। জীবনের হুমকির তোয়াক্কা না করে ইরানের মানুষদের মনোবল বাড়াতে এই ভাষণ দেন তিনি।

খামেনি জুম্মার খুতবায় আরও বলেন, ‘আমাদের শত্রুদের নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিসরীয় ও ইরাকিদের শত্রু একজন-ই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু। আমাদের সবার শত্রু একই। ইসরায়েল!

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!