শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইসির সাথে সংলাপে বসেছে আওয়ামীলীগ সহ ১৩ দল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৪, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্য রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনাশিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত ওলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করেছে।

এলডিপি বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাপত মজলিশ এবং বিএনফ অংশ নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি। বাকি ১৩ দল কমিশনে ২ জন করে প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশ নেয়।

নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করেন এবং নির্বাচন কমিশনাররা ওই সভায় উপস্থিত রয়েছেন।

১৩ রাজনৈতিক দলগুলো হলো—

ক। বাংলাদেশ আওয়ামী লীগ
খ। তৃণমূল বিএনপি
গ। বাংলাদেশ কংগ্রেস
ঘ। ইসলামী ঐক্যজোট
ঙ। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি.)
চ। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ছ। গণফোরাম
জ। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
ঝ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ঞ। গণফ্রন্ট
ট। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
ঠ। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
ড। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- (এনডিএম)

সর্বশেষ - আন্তর্জাতিক