উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে তিনটা পর্যন্ত হাসপাতাটিতে ভর্তি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির ২৮ শিক্ষার্থীর নাম জানা গেছে।
দগ্ধরা হলো-, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।
তবে তাৎক্ষণিক কোন শিক্ষার্থী কতোটা দগ্ধ হয়েছে তা জানা যায়নি।
এদিকে চিকিৎসা সহায়তায় এবং আত্মীয় স্বজনদের জন্য হটলাইন নম্বর (০১৯৪৯-০৪৩৬৯৭) চালু করা হয়েছে।












The Custom Facebook Feed plugin