বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এইচএসসি পরীক্ষা বাতিল: ‘সিদ্ধান্ত রিভিউ হবে কি না তা বোর্ড বিবেচনা করবে’

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কি না সে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে। পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কীভাবে হবে তা-ও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পরীক্ষা বাতিলের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক। বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল। ১২-১৩ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

প্রসঙ্গত, আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার চলতি বছরের বাকি থাকা বিষয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষায় না দেয়ার দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেয়ার দাবি তোলেন তারা।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীরা ট্রমায় আছে। আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টি আছে। এ কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার বিষয়ে তিনি বলেন, বেসরকারি কলেজ ও মাধ্যমিক স্কুলে পরিচালনা বোর্ডে রাজনীতিকরণ হয়েছে। দুর্নীতি হয়েছে। সামান্য রাজনৈতিক কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে— এমন অভিযোগ হাজার, আমরা সেটা দেখছি। মানুষের ভেতর ক্ষোভ আছে। কিন্তু স্বাভাবিক পরিস্থিতি তো ফিরিয়ে আনতে হবে।

শিক্ষাউপদেষ্টা বলেছেন, বলপ্রয়োগ করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সরানো হচ্ছে। এটা দুঃখজনক। আবার পরিচালনা বোর্ড চরদখলের মতো সরানো হবে, এটা ঠিক না। তাহলে তো আন্দোলনের সুফল পাওয়া যাবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক