শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এক দফা দিয়েই হত্যাযজ্ঞে নেমেছে বিএনপি: কাদের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২১, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা ঘোষণার পরই বিএনপি সারাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

এর আগের দিন রাতে নড়াইল ও রাজধানীর শাহজানপুরে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে বিএনপির। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’

বিএনপি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে তৃণমূলে বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটাচ্ছে বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। তাদের একটাই দফা শেখ হাসিনাকে হঠাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে?

ওবায়দুল কাদের বলেন, পুরো বিশ্বে অদ্ভুত ঘটনা ঘটছে। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা অব্যাহত আছে। কোথাও বন্যা, কোথাও দাবদাহ, কোথাও দাবানল।

‘পুরো বিশ্বে খাদ্য সংকট। এই সংকট আরো বাড়বে। সেদিকে মনোযোগ না দিয়ে, বিশ্বের বড় বড় দেশগুলো বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে।’

তিনি বলেন, বিএনপি দফায় দফায় দফা দিচ্ছে। আর দফায় দফায় বিদেশিরা বাংলাদেশে আসছে।

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গেও কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রার্থী যেই হোক, উনি প্রার্থী। তবে হামলার পর দশজন গ্রেফতার হয়েছে। এই বিষয়টি নিয়ে জাতিসংঘ তোলপাড় শুরু করেছে।’

দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে এদিনও সাফ জানিয়ে তিনি বলেছেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আর বাইরে কারো চক্রান্তের অভিলাষ বাস্তবায়ন করতে দেবো না। আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে।

সর্বশেষ - আন্তর্জাতিক