শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এক ফ্লাইটেই মিলল ৬ কোটি টাকার স্বর্ণ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১৩ ফ্লাইটের এক আসনে বিশেষ কায়দা রাখা ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে।

অভিযানে নেতৃত্ব দেয়া শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আলআমিন প্রধান বলেন, ফ্লাইটের ২৫-এর ডি সিটে আমরা স্বর্ণ পাইনি। পরে ৩৫-এফ সিটের হেলান দেয়া অংশে বিশেষ কায়দায় লুকোনো অবস্থায় ৬৪টি স্বর্ণের বার খুঁজে পাই। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৭ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।

 

সর্বশেষ - আন্তর্জাতিক