বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

এবার গাজা দখলের ইচ্ছা প্রকাশ করলেন ট্রাম্প!

হামলায় ক্ষতবিক্ষত গাজাকে পুনর্গঠনের অজুহাতে দখলের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় তাণ্ডব চালানো দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এই ইঙ্গিত দিলেন তিনি।

ওয়াশিংটন ডিসি সফরে যাওয়া নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউজে ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অস্থিরতা। সোমবার (৪ ফেব্রুয়ারি) যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পুনর্গঠনের স্বার্থে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নিয়ে এক কোটি আশি লাখের মতো গাজাবাসীকে অন্য কোনো আরব দেশে সরানো উচিৎ। পুনর্গঠন করে গাজাকে বিশ্ববাসীর আবাস হিসেবে গড়ে তোলার সুপ্ত ইচ্ছার পক্ষে যুক্তিও দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এই প্রগলভ প্রস্তাবে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি স্থায়ী করার পরবর্তী ধাপের আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারে। দুই পক্ষের কাছে বন্দিদের মুক্তির বিষয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে।

গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠন নিয়ে যখন কথা হচ্ছে, তখন এসব উসকানিমূলক কথাবার্তাও বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। গেল ১৫ মাসের যুদ্ধে পুরো গাজা অঞ্চল মাটিতে মিশে গেছে। সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে বলে খবরে উঠে এসেছে।

এখন গাজার ১৮ লাখ মানুষকে উপত্যকাটির বাইরে নিয়ে পুনর্বাসনের কথা বলছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। অথচ এ অঞ্চলটি তাদের মাতৃভূমি, এখানেই তাদের জন্ম ও বেড়ে উঠেছেন। অঞ্চলটিকে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের বলে দাবি করছেন, সম্ভবত সেনা মোতায়েনের কথাও ভাবছেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, লোকদের ফিরে যাওয়া উচিত। তারা তো এখন গাজায় বসবাস করতে পারবেন না। আমি মনে করি, তাদের জন্য আরেকটি জায়গা দরকার। এটি এমন একটি জায়গা হওয়া উচিত, যা লোকজনকে সুখী করতে পারবে।’

ট্রাম্পের অভিযোগ, ইসরাইলের শত্রুদের আরও ক্ষমতাধর করতে সহায়তা করেছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিবীদরা। ট্রাম্পের দলেরই কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান নেতা এরিক সালওয়েল বলেছেন, যুদ্ধ থামানোর কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু গ্রিনল্যান্ড, কানাডা, পানামা খাল দখলের হুমকি দিয়ে এখন গাজা দখল করতে চাচ্ছেন?

ডেমোক্রেট সিনেটর ক্রিস মরফির ধারণা, এসব বলে গাজার ভয়াবহতা থেকে জনগণ আর গণমাধ্যমের দৃষ্টি সরাতে চাচ্ছেন ট্রাম্প। আর গাজা দখল করলে মার্কিন সেনারা বিশ্বব্যাপী আরও ঝুঁকির মুখে পড়বেন।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
সম্পর্কিত সংবাদ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!