কোটা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে তারা।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ওই বিক্ষোভের ভিডিও শেয়ার করে বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, কোটা সংস্কার দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।
ছাত্রদলের সভাপতি বলেন, সাংগঠনিকভাবে নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতারা।
তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।