রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের সামনে মালঞ্চ বাসের ধাক্কায় কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়কালী মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন করে কী, প্রশাসন ঘুমায় নাকি?’, ‘আমার মা মরল কেন, বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে। একই সঙ্গে তারা সাত দফা দাবি জানায়.
দাবিগুলোর মধ্যে রয়েছে―দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যার বিচারসহ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ বা জেব্রাক্রসিং বা বিকল্প পারাপার ব্যবস্থা, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রাপ্তিতে চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা, সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থাপনায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টার ভিত্তিতে গড়ে তোলা।