বাংলাদেশে নির্বাচনের সময় কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০৭ মে) লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
এ সময় প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আলাপে নির্বাচনের বিষয়টি সামনে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন, আপনারা বিভিন্ন কমনওয়েলথ কান্ট্রি থেকে পর্যবেক্ষক পাঠাতে পারেন।
বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে কমনওয়েলথকে সহযোগিতা করারও অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কমনওয়েলথ চাইলে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারে।
কমনওয়েলথ মহাসচিবকে শেখ হাসিনা বলেন, আপনি নির্বাচন নিয়ে কী কী করতে চান। আমরা অপেক্ষা করছি।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, বাংলাদেশের নির্বাচনে সাহায্য করতে কমনওলেয়থ প্রস্তুত।