শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কাকরাইলে আ. লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, যাত্রীবাহী বাস ভাঙচুর 

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন । বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।  ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইলে সংঘর্ষ চলছিল।

মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানে শান্তি সমাবেশে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কিছুক্ষণ এই সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শুক্রবার রাত থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। শনিবার বেলা ১১টার দিকে দেখা যায় নয়াপল্টন ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।

বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত