ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭৬ জনে। এখনও নিখোঁজ দুই শতাধিক। আহত হয়েছে আরও দু’শোর বেশি মানুষ। খবর দেশটির আকধিক গণমাধ্যম।
রাজ্যের ওয়েনাড় জেলায় হওয়া ভূমিধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত আরও দুটি গ্রাম। ধ্বংসস্তূপের ভেতর চলছে উদ্ধারকাজ। এতে অংশ নিয়েছে সেনা ও নৌসহ সব বাহিনীর সদস্যরা। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। গত সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তৈরি হয় ভূমিধস। আর তাতেই হঠাৎ বিপর্যয় নেমে আসে ঘুমন্ত গ্রামবাসীর ওপর।












The Custom Facebook Feed plugin