সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে অনড় শিক্ষার্থীরা। আজ চলছে আন্দোলনের চতুর্থ দিন। বুধবার (৩ জুলাই) আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন।
একটাই দাবি- বৈষম্যমূলক কোটা বাতিল। একইসাথে, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না বলেও জানান তারা। গত কয়েকদিন ধরেই, কোটা বিরোধী আন্দোলনে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়’সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। বুধবারও, ঢাবির প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।