বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। এমনকি বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবো।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াত আমির বলেন, আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে প্রথম আওয়ামী লীগ সরকার শুরু করেছিলো।
বর্তমান শিক্ষাব্যবস্থায় মেধা ও সময়ের অপচয় হয় মন্তব্য করে ডা. শফিকুর বলেন, আমরা ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখবো না। শিক্ষার পরিকল্পনা করলে দেশ এগিয়ে যেতো। যারা শিক্ষার পরিকল্পনা করেন, তাদের সন্তানরা এদেশে নয়, বিদেশে পড়ালেখা করে। আমরা ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ণয় করবো। দেশ থেকে দুর্নীতির জোয়ার কেটে দেবো।












The Custom Facebook Feed plugin