১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে বিএনপি সমাবেশের দাবি করেছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেছেন, তাদের দাবি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, সমাবেশের নামে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তবে তারা ভুল করবে। সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে।












The Custom Facebook Feed plugin