খুনের অভিযোগে আনা মামলায় সুরক্ষামূলক জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে এই জামিন দিয়েছেন।
ফলে, আগামী ১৪ দিনের জন্য এই অভিযোগে তাকে আর গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী গোহোর খান। এদিন একই সাথে অন্য সব মামলায়ও জামিন পেয়েছেন পিটিআই নেতা।
আইনজীবী গোহর খান বলেছেন, হত্যা মামলায় জামিনের জন্য এবং নতুন করে গ্রেপ্তার এড়াতে আরও ডজনেরও বেশি মামলায় জামিনের মেয়াদ বাড়াতে রাজধানী ইসলামাবাদে গিয়েছিলেন ইমরান খান। আদালত সব শুনেই জামিনের মেয়াদ বাড়িয়েছেন।
এর আগে, বুধবার পুলিশ এক আইনজীবী খুনের মামলায়ও তার নাম জুড়ে দিয়েছেন। এমনকি ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে চেয়েছেন।