রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গণতন্ত্রকে হত্যার চেয়ে বড় শোক হতে পারে না: মঈন খান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা অর্জনের সংগ্রাম হতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। যেকোনো উপায়ে নয় বরং ন্যায়গত পদ্ধতিতেই দাবি আদায় করতে হবে। রোববার (২৮ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্রকে হত্যার চেয়ে বড় শোক কিছু হতে পারে না। গণতন্ত্র উদ্ধারে বিএনপির শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতে থাকবে।

ড. মঈন বলেন, বিচার বিভাগের অপব্যবহার করার দ্বিতীয় নজির পৃথিবীতে নেই। আমাদের সংগ্রাম সহজ নয় বলেই, শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সরকারের অস্ত্রর বিরুদ্ধে বুক পেতে দিয়েছি। বিএনপি আওয়ামী লীগের ওপর কখনো জুলুম করেনি। আওয়ামী লীগ যা করে বিএনপি তা করে না।

বন্দুক-বুলেট দিয়ে গণতন্ত্রকামী মানুষকে সরকার কখনও কাবু করতে পারবে না বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক