সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গণরুমে মানবেতর জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপক বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ

দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকটি হলের গণরুমে থাকা শিক্ষার্থীরা।

রোববার (২৩ জুলাই) রাত পৌনে আটটায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের অর্ধ শতাধিক ছাত্রী। তিন ঘন্টা অবস্থান করার পর রাত পৌনৈ ১১টার দিকে উপাচার্য নূরুল আলমের আশ্বাসে হলে ফিরে যান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২৭ জুলাই ইউজিসির সঙ্গে আলোচনা করে নতুন হল চালুর মাধ্যমে গণরুমে অবস্থানরত সকল শিক্ষার্থীর আসন নিশ্চিত করার আশ্বাস দেন।

এর আগে রোববার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার দাবি জানান। এসময় ছাত্রীরা ‘আমরা থাকি গণরুমে, ভিসি স্যার কী করে?’ ‘দাবি মোদের একটাই, অবিলম্বে সিট চাই’- এমন নানা স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ৯৫ জন ছাত্রী একসাথে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে ইতোমধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া অনেকে সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।’

ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, ‘দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি ওঠে, গরম কালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।’

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা আসন সংকট দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু লোকবল সংকটের কারণে নতুন হল চালু করা যাচ্ছে না। আমরা বিভিন্ন হল থেকে লোকবল নিয়ে নতুন দুটি হল চালু করেছি। ইতোমধ্যে ছাত্রীরা নতুন হলে উঠেছে। অন্যদেরও সিটের ব্যবস্থা হবে। তবে ধৈর্য ধরতে হবে৷’

সর্বশেষ - আন্তর্জাতিক