বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গভীর রাতে হাতিরঝিলে মিললো গাজী টিভির সাংবাদিকের মরদেহ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৮, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

গভীর রাতে রাতে রাজধানীর হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে গাজী টিভির এক নারী সাংবাদিককে। পথচারীরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই সাংবাদিকের নাম রাহানুমা সারাহ। তিনি গাজী টিভির নিউজরুম এডিটর ছিলেন। থাকতেন রাজধানীর কল্যাণপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রাহানুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে পৌনে দুইটার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

গাজী গ্রুপের মালিকানাধীন সারাবাংলা ডটনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাহকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, রাত পৌনে একটার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিলেন তিনি। পাশেই তার ব্যাগ ভাসছিল।

‘পানি থেকে তুলে ওই নারীকে দ্রুত ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দেয়নি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ - আন্তর্জাতিক