রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গরমে ঢাবির শতভাগ ক্লাস অনলাইনে

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২১, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের জন্য পাঁচ পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১০ শতাংশ ক্লাস অনলাইনে হচ্ছে। এর পরিবর্তে শতভাগ ক্লাস এখন অনলাইনে হবে।

‘সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে,’ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সহসাই কমছে এবং তীব্র গরম আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলমান তাপদাহ মে মাসেও থাকবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তারা বলছেন, ভারতের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা কমবে না।

সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক