মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত নন: অভিভাবক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনো ধরণের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন তাদের অভিভাবকরা।

মঙ্গলবার দুপুরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষার্থীদের গ্রেপ্তার ও মামলা সাজানো নাটক। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা সহিংসতা, বিশৃঙ্খলা ও রাষ্ট্রদোহীতার অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে ‘রাষ্ট্রবিরোধী’ সভা করার অভিযোগে বুয়েটের ২৪ জনসহ ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা হাওরে বেড়ানোর অসিলায় এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাঁদের।

অভিভাবকদের অভিযোগ, আটকের ২৪ ঘণ্টা পেরিয়ে যাবার পরও শিক্ষার্থীদের নামে দেয়া মামলায় যেসব আলামত দেখানো হয়েছে সেসব সবই সাজানো।

গ্রেপ্তার হওয়া ছাত্রদের ভবিষ্যৎ বিবেচনা করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সর্বশেষ - আন্তর্জাতিক